(বরিশাল) প্রতিনিধি।
বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেট্রনিক মিডিয়া, ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
২৮/২/২০২৫ ইং শুক্রবার বিকাল বিকাল ৪ টায় বাকেরগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহমুদুন্ননী তালুকদার সেক্রেটারী জামায়াতে ইসলামী বরিশাল জেলা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে পদ প্রার্থী।
মাওলানা মাহমুদন্নবী তালুকদার উপস্হিত সাংবাদিদের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।সাংবাদিকরা সমাজের দর্পণ। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, বরিশাল প্রতিদিনের জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, সাংবাদিক গোলাম মোস্তফা।
পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক বশির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমেদ, মিডিয়া ও পরিবার কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম আলামিন, দৈনিক নয়া শতাব্দীর মোঃ মাসুদ শিকদার, দৈনিক সংগ্রামের মোঃ খলিলুর রহমান, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক কালের সাক্ষীর কেএম সোহেল হাসান মুসা, মোঃ সুমন ভূঁইয়া, বাংলা এফএমের জাহিদুল ইসলাম, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক বরিশাল বার্তার মোঃ রবিউল ইসলাম, টাইমস অফ বরিশালের মোঃ শাহিন হাওলাদার, দৈনিক বরিশালের খবরের সাখাওয়াত হোসেন মনির, জাকির খান, এশিয়ান টিভির জহিরুল ইসলাম, বাংলাদেশ বাণীর মোঃ বেল্লাল হোসেন, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম প্রমূখ।