লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–৪ সরিষাবাড়ী আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে বিজয়ী করার লক্ষ্যে ডোয়াইল ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চাপারকোনা ভূমি অফিসসংলগ্ন বালুমাঠ এলাকায় ডোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরে বিএনপির প্রার্থীর পক্ষে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তাদের দাবি, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শ্রী প্রবীর কুমার পাল, নাজমুল হুদা খান উজ্জ্বল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শহিদ, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আল-আমিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আকরাম খান পল্লব, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সবুজ পারভেজ, থানা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







