নাজমুল ইসলাম,(শরণখোলা,বাগেরহাট):
পূর্ব সুন্দরবনের বঙ্গোপসাগরের কোলঘেঁষা দুবলার চরে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। বনবিভাগের নির্দেশনা অনুযায়ী এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীরাই এই উৎসবে যোগ দিতে পারবেন। দর্শনার্থী বা পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পূণ্যার্থীদের জন্য নির্দিষ্ট পাসের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে তিন দিনব্যাপী রাস উৎসব অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা এখানে সমুদ্রের জোয়ারের পানিতে স্নান ও পূজা-অর্চনা সম্পন্ন করবেন। উৎসব চলাকালীন সময় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগের বিশেষ টিম মাঠে কাজ করবে।
আগামী ৫ নভেম্বর ভোরের প্রথম জোয়ারের পানিতে পূণ্যার্থীদের পবিত্র স্নানের মধ্য দিয়ে শুরু হবে এ বছরের রাস মেলা।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “এবারের রাস উৎসব শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনো পর্যটক বা সাধারণ দর্শনার্থী সেখানে যেতে পারবেন না। পূণ্যার্থীদের জন্য নির্দিষ্ট ‘রাস পাস’ ছাড়া কেউ দুবলারচরে প্রবেশ করতে পারবে না। কোনো অতিরিক্ত পারমিট বা অনুমতি দেওয়া হবে না।”
নাজমুল ইসলাম
শরণখোলা বাগেরহাট
০১৬১৬৫৫৩১৪৯
তারিখ ২৪-১০-২০২৫
One attachment
• Scanned by Gmail







