সুলতান মাহমুদ, দিনাজপুর :
ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত ও দেশীয় পেঁয়াজ ও পাতাযুক্ত পেঁয়াজ বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি বন্দর বাজারে কমেছে পেঁয়াজের দাম।
এক সপ্তাহ আগেও যেখানে কেজিপ্রতি ৭০–৭৫ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে এখন পাইকারিতে প্রকারভেদে ৩০–৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫–৪৫ টাকা কেজি দরে। দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, মাত্র চার দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিপ্রতি দাম কমেছে প্রায় ৪০ টাকা। গত শনিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারিতে বিক্রি হয়েছিল ৭০–৭৫ টাকা কেজি দরে। বর্তমানে সেই পেঁয়াজই ৩০–৪০ টাকা কেজিতে লেনদেন হচ্ছে।
এদিকে দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে এসেছে। চার দিন আগে যেখানে ৮০–৯০ টাকা কেজি ছিল, এখন তা বিক্রি হচ্ছে প্রায় ৫৫ টাকা কেজি দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফরজ্জামান বলেন, এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনতে হয়েছে। আজ ৪০ টাকায় এক কেজি পেঁয়াজ নিতে পেরে ভালো লাগছে।
হিলি বাজােরর আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় পণ্য। দাম কমলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হয়। বর্তমানে পেঁয়াজের দাম কমাতে ভালো লাগছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, আমদানি স্বাভাবিক থাকায় সরবরাহ বেড়েছে। ফলে পেঁয়াজের বিক্রিও কমে গিয়েছে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে। পাইকারিতে ৩৫ টাকায় কিনে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।
পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, চলতি ডিসেম্বর মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয় এবং বর্তমানে আমদানির পরিমাণ পর্যাপ্ত। তিনি বলেন, “আমদানি স্বাভাবিক থাকলে সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।
দাম কমায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মধ্যে স্বস্তি দেখা গেলেও ব্যবসায়ীরা বলছেন, বাজার স্থিতিশীল রাখতে আমদানির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন বলেন, দিনাজপুরে এই সময়ে প্রায় ১২শত হেক্টর জমিতে মুড়ি কাটা পিঁয়াজ আবাদ হয়েছে এবং এই মুড়ি কাটা পেঁয়াজের বাজারে এখন সরবরাহ বেড়েছে পাশাপাশি পাতাযুক্ত পেঁয়াজেও বাজারে চাহিদা আর যোগান দিচ্ছে। ফলে পেঁয়াজের দাম কমছে।

