আবুল হাসনাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মারামারি থামাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হয়ে মোঃ নাসিরুদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সাতজনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাসিরুদ্দিন বাসু প্রান্তিকপাড়া বস্তির আত্তাব মুন্সির ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুপুরে প্রান্তিকপাড়া বস্তির সরকারি ট্যাপ-কল থেকে পানি নেয়াকে কেন্দ্র করে বস্তির বাসিন্দা নূরি বেগম ও লাইলি বেগমের মধ্যে মারামারি হয়। এ সময় মারামারি থামাতে যান নাসিরুদ্দিন বাসু। এতে ক্ষিপ্ত হয়ে নূরি বেগমের বাড়ির লোকজন তাকে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন- নাসিরুদ্দিন বাসুকে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নূরি বেগমসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন নূরির স্বামী মো. বাবু, খাতিজা বেগম, নিয়াজ, মেহেদী ও রফিকুল ইসলাম রফিক । এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

