জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিকের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আবু বক্কর সিদ্দিক ছাড়াও আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক মাদারগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা সদর বালিজুড়ি বাজারের সজিব হোটেলের মালিক। এর আগে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রমিকদল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
থানায় দায়ের হওয়া অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, প্রবাসী স্বামী বিদেশে থাকাকালে ২০২২ সালের বিভিন্ন সময়ে আবু বক্কর ব্যবসার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ২২ লাখ ৩০ হাজার টাকা নেন। পরে টাকা ফেরতের নির্ধারিত সময় পেরিয়ে গেলে তিনি সময়ক্ষেপণ শুরু করেন। একপর্যায়ে টাকা দেওয়ার শর্তে ওই নারীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন।
অভিযোগে আরও বলা হয়, সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ করে আবু বক্কর সিদ্দিক। পরে টাকা চাইলে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকেন। সম্প্রতি ওই নারীর স্বামী দেশে ফিরলে টাকা ফেরতের দাবি জানানো হয়। তখন আবারও ফেসবুকে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত নেতা।
এরই মধ্যে গত রোববার সন্ধ্যার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত আবু বক্কর সিদ্দিকের বক্তব্য জানতে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। ফলে অভিযোগের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।