এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পূজায় এবার আগের চেয়ে আরও দৃঢ় সম্প্রীতি বজায় থাকবে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এই সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি কার্যক্রমের সঙ্গে পরিচিত হন এবং আয়োজকদের সঙ্গে আলোচনা করেন।
উপদেষ্টা আরও জানান, সারাদেশে মোট ৩৩ হাজার পূজামন্ডপের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী পূজার সময় মাঠে থাকবে।
নারায়ণগঞ্জে তিনি উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ও অন্যান্য ঊর্ধ্বতন স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে।
উপদেষ্টা বলেন, নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে কোনো শঙ্কার অবকাশ নেই। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পূজা উদযাপনকে উৎসবমুখর করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি পূজামন্ডপে ৭ জন করে ভলেন্টিয়ার, ৮ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশ, র্যাব ও সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জে সবসময়ই দৃঢ় রয়েছে, আর এ বছর এটি আরও দৃঢ় হয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।

