মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ার ফোর্স ওয়ানে চড়ে ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছেন। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, “এটা একটি খুব বিশেষ সময় হতে যাচ্ছে, খুব বিশেষ ঘটনা।” তিনি দাবি করেন, “গতকাল ও আজ ইসরায়েলে প্রায় পাঁচ লাখ মানুষ ছিল, মুসলিম ও আরব দেশগুলো উল্লাস করছিল। সবাই একসঙ্গে আনন্দ করছে—এটা আগে কখনও হয়নি।”
তিনি আরও বলেন, “সাধারণত এক পক্ষ খুশি হলে অন্য পক্ষ থাকে বিরোধিতায়, কিন্তু এবার সবাই আনন্দিত ও বিস্মিত।”
সূচি অনুযায়ী, ট্রাম্প আগামীকাল সকালে ইসরায়েলে পৌঁছাবেন। সেখানে তিনি জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করবেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং সংসদে (কনেসেট) ভাষণ দেবেন। পরে তিনি মিশরে যাবেন, যেখানে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে গাজা শান্তি পরিকল্পনা নিয়ে এক সম্মেলনে অংশ নেবেন।







