জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ‘ভিত্তিহীন গুজব’ বলে নাকচ করে দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক জরুরি বিবৃতিতে ইনকিলাব মঞ্চ হাদির বর্তমান শারীরিক অবস্থার সঠিক তথ্য তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবে তার মৃত্যুর যে সংবাদ প্রচার করা হচ্ছে তা সত্য নয়।’ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে সংগঠনটির পক্ষ থেকে এই স্পষ্টীকরণ দেওয়া হয়।
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির মস্তিষ্কের অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তিনি লাইফ সাপোর্টে আছেন।
বিবৃতিতে হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে ব্যাকুলভাবে দোয়া চাওয়া হয়েছে। তারা প্রার্থনা করেছেন, আল্লাহ যেন তাকে ‘হায়াতে তাইয়্যেবাহ’ নসীব করেন এবং দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। কোনো ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

