বলিউডে ফের আলোচনায় অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সম্প্রতি মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগে ‘লুকআউট’ নোটিশ জারি করেছে। এ খবরের মাঝেই ছড়িয়ে পড়ে আরও এক গুঞ্জন—রাজ নাকি বাড়ি ছেড়ে দিয়েছেন, আর শিল্পা অন্য কারও প্রেমে পড়েছেন!
ফারহার প্রশ্নে মজার উত্তর
শিল্পার বাড়িতে সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন পরিচালক–কোরিওগ্রাফার ফারহা খান। তাঁর নতুন চ্যানেলের শো–এর শুটিং করতে গিয়েই রাজের খোঁজ নেন তিনি। জবাবে শিল্পা হেসেই জানান, তিনি স্বামীর সঙ্গে নয়, বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন।
অভিনেত্রীর কথা শুনে চোখ কপালে ফারহার। মজার ছলে তিনি বলেন, “এই তো জীবন! স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।”
প্রেমিক নাকি আসলে স্বামী?
আলোচনার একপর্যায়ে শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আর কেউ নন, স্বামী রাজ কুন্দ্রাই। রাজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেহর’–এ তিনি সর্দারের চরিত্রে অভিনয় করেছেন। আসলে স্বামীর নতুন ছবির প্রচারেই মজার ছলে এ কথা বলেছেন শিল্পা।
বিতর্কের মধ্যেও ব্যস্ত রাজ
সম্প্রতি মুক্তি পাওয়া ‘মেহর’–এর প্রথম দিনের আয় রাজ ঘোষণা করেছিলেন পঞ্জাবের বন্যাত্রাণ তহবিলে দান করবেন। এদিকে সালমান খানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বিগ বস ১৯’–এও যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি এ বছর আরও তিনটি পাঞ্জাবি ছবি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হলেও প্রতারণা মামলার কারণে ফের বিতর্কে জড়ালেন রাজ ও শিল্পা।

