জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যার মাধ্যমে সব ধরনের উপহার আর করমুক্ত থাকবে না। এখন থেকে নির্দিষ্ট চারটি পারিবারিক সম্পর্কের বাইরে থেকে প্রাপ্ত উপহার করযোগ্য আয় হিসেবে গণ্য হবে।
নতুন নিয়ম অনুযায়ী, স্বামী-স্ত্রী, মাতা-পিতা, ছেলে-মেয়ে এবং সহোদর ভাই-বোনের মধ্যে লেনদেন করমুক্ত থাকলেও শ্বশুরবাড়ি, শ্যালক-শ্যালিকা, অন্যান্য আত্মীয় বা বন্ধুর কাছ থেকে প্রাপ্ত টাকা, গয়না, জমি বা অন্যান্য সম্পদকে আয়কর রিটার্নে দেখিয়ে প্রযোজ্য কর দিতে হবে।
এনবিআর জানিয়েছে, উপহারের লেনদেনে দাতা ও গ্রহীতা উভয়কেই তথ্য উল্লেখ করতে হবে। তা না করলে সম্পদকে করযোগ্য আয় ধরে অতিরিক্ত কর বা জরিমানা আরোপ করা হতে পারে।
উল্লেখ্য, চলতি অর্থবছর থেকে সহোদর ভাই-বোনের মধ্যে অর্থ বা সম্পদ লেনদেন করমুক্ত করা হয়েছে। তবে পাঁচ লাখ টাকার বেশি লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করতে হবে।
নতুন পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো উপহার প্রদানের আড়ালে অবৈধ অর্থ বৈধ করার প্রবণতা রোধ এবং কর ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা।

