আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টার ছাড়া প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত আচরণবিধি অনুযায়ী, ভোটের প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। একই সঙ্গে লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারও ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
ইসি জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করা যাবে—শর্তসাপেক্ষে। এগুলো কোনো দেয়াল, গাছ, সরকারি স্থাপনা বা যানবাহনে লাগানো যাবে না।
নতুন বিধিতে যানবাহন নিয়ে শোডাউন, মিছিল, মশাল মিছিল ও হেলিকপ্টার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে এবং এআই ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
ইসি সতর্ক করেছে, আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

