স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে কুর্মিটোলার র্যাব সদরদপ্তরে অনুষ্ঠিত অধিনায়ক সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশের মিথ্যা তথ্যের বিরুদ্ধে দেশীয় গণমাধ্যমে সঠিক ও সত্য সংবাদ প্রচারের আহ্বান জানানো হচ্ছে। এছাড়া তিনি জানান, র্যাব ও পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুযায়ী এবং সকল পদায়ন সম্পূর্ণ নিয়মবদ্ধভাবে করা হচ্ছে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করে বলেন, “আমরা চাই সাধারণ জনগণ বিভ্রান্ত না হোক। উৎসবের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করতে সত্য সংবাদই প্রচলিত হওয়া জরুরি।”