জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন নেওয়ার পর তিনি বলেন,
“অনেকে বলে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিততে পারব না, জামানত হারাব। কিন্তু আমাদের বিশ্বাস—আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করার মধ্য দিয়েই এনসিপির জন্য কুমিল্লা-৪ আসনটি বাস্তবসম্মতভাবে নিশ্চিত হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বিজয়কে আনুষ্ঠানিক করব।”
তিনি জানান, দেবিদ্বারের মাটি ও মানুষের সঙ্গে তার শৈশব, কৈশোর ও শিক্ষাজীবন জড়িয়ে আছে। তাই এখানকার প্রতিনিধিত্ব করার ইচ্ছা দীর্ঘদিনের।
তার মতে, দেবিদ্বার বহুদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এ বৈষম্য দূর করাই তার প্রধান লক্ষ্য।
হাসনাত আরও বলেন,
“এনসিপি যদি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়, আমি সর্বশক্তি দিয়ে দেবিদ্বারের উন্নয়নে কাজ করব। ঢাকার গুরুত্বপূর্ণ আসন থেকেও প্রস্তাব ছিল, কিন্তু আমার মন দেবিদ্বারের প্রতি।”
তিনি স্থানীয় মানুষের সহযোগিতাও কামনা করেন।
অন্যদিকে, এ আসনে ইতোমধ্যে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এর আগে টানা তিনবার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন।

