লিমন মিয়া, সরিষাবাড়ী :
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার ২৮ নভেম্বর রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জোলারখুপী গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় মানুষের সঙ্গে কাজ করছেন। মাঠের বাস্তবতা ও জনগণের প্রত্যাশা জানতেই এসব বৈঠক আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জেলার যুগ্ম আহ্বায়ক মো. সুমন মিয়া, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. রাসেল আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, যুবশক্তি সরিষাবাড়ী উপজেলা সংগঠক রাকিব, ছাত্রশক্তির কর্মী ইব্রাহিম, সাইদুর, নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

