সোহাদ হোসেন প্রান্ত,
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ইতোমধ্যেই সারাদেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন,নির্বাচনের ডামাডোলে আমরা যেন ভুলে না যাই সেই সাহসী জুলাই যোদ্ধাদের, যারা গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য জীবন বাজি রেখেছিলেন। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। শুধু প্রাথমিক নয়, তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও জরুরি।
জুলাই আন্দোলনের সময় স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন গাজী সালাউদ্দিন। গত ২৬ অক্টোবর তিনি মারা যান। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নাহিদ ইসলাম বলেন,
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যাদের ত্যাগে দেশ আজ এগিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোই নাগরিক পার্টির নীতি ও অঙ্গীকার।
এ সময় তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেবে না এনসিপি।
নাহিদ ইসলাম বলেন,আমরা বিশ্বাস করি, রাজনীতি মানে বিরোধ নয়, শ্রদ্ধা ও সহমর্মিতা। তাই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার আসনে প্রার্থী দেব না।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
