জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের গুরুত্বপূর্ণ ছয়টি সেল এবং ঢাকা মহানগর ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) এনসিপির প্যাডে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসিফ মাহমুদ গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান’ হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
এখন থেকে মুখপাত্র হিসেবে তার কার্যপরিধির আওতায় নিম্নোক্ত সেল ও সাংগঠনিক ইউনিটসমূহ অন্তর্ভুক্ত থাকবে: ১. মিডিয়া সেল ২. প্রচার ও প্রকাশনা সেল ৩. ব্র্যান্ডিং সেল ৪. দপ্তর সেল ৫. জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল ৬. রিসার্চ ও পলিসি সেল ৭. ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) ইউনিট
জুলাই বিপ্লবের এই সম্মুখ সারির যোদ্ধাকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে আসায় এনসিপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সেলগুলোর দায়িত্ব পাওয়ায় দলের নীতিনির্ধারণী ও প্রচার কৌশলে আসিফ মাহমুদের প্রভাব আরও সুসংহত হলো।
