তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া ‘কলঙ্কজনক’ রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি এ রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার রাজধানীতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি।
আখতার হোসেন বলেন, “এই রায়ের মধ্য দিয়ে হাসিনা সরকারের সময়ে দেওয়া কলঙ্কজনক রায় থেকে বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে। ঐকমত্য কমিশনে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল সম্মত হয়েছিল—দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জুলাই সনদে এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর ধারা অনুসরণ করে হবে নাকি জুলাই সনদে নির্ধারিত কাঠামো অনুসারে হবে—সে প্রশ্ন এখনো স্পষ্ট নয়।
এনসিপি সদস্য সচিবের ভাষ্য, “তত্ত্বাবধায়ক সরকার পূর্বের রূপে নয়; বরং জুলাই সনদে যেভাবে প্রবর্তনের কথা বলা হয়েছে, সেই প্রক্রিয়াতেই বাংলাদেশে এই ব্যবস্থা চালু করতে হবে।”







