সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার নাসুম আহমেদের বিধ্বংসী বোলিংয়ে প্রথম পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়েছে সফরকারীরা।
১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানের মধ্যেই প্রথম আঘাত হানে বাংলাদেশ। নাসুম আহমেদের ঘূর্ণিতে ২১ বলে ১৫ রান করা অ্যালিক অ্যাথানেজ ক্যাচ তুলে দেন। এরপর আরও দুই ব্যাটারকে ফেরান তিনি— ১৭ বলে ১৮ রান করা ব্র্যান্ডন কিং এবং শূন্য রানে আউট হওয়া আকিম অগাস্ট।
নাসুমের পর স্পিন আক্রমণে যোগ দেন তানভীর ইসলাম। তিনি ১৬ বলে ৪ রান করা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে বোল্ড করে দেন, যা ক্যারিবীয় ইনিংসকে আরও বিপর্যস্ত করে তোলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের স্পিন জালে আটকে গেছে ক্যারিবীয় ব্যাটাররা, আর জয় এখন ক্রমেই কাছে টানছে টাইগাররা।