মীর ইমরান, মাদারীপুর:
মাদারীপুর সদর উপজেলার যুবদলের আহ্বায়ক মোঃ নাহিদুজ্জামান খান (নাহিদ) এর নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে মাদারীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, যুবদল নেতা কামরুল খান যুগ্ম আহ্বায়ক ইমাম শিকদার,যুবদল নেতা ইব্রাহিম খাঁন,যুবদল নেতা সাইফুল খান,নাইম খান, ও শিবচর উপজেলা যুবদলের নেতা মোঃ পারভেজ মোল্লা, দিদার মোল্লা, ইব্রাহিম মাদবরসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি কয়েক হাজার নেতাকর্মীর মিলনমেলায় পরিণত হয়। বর্ণিল তোড়ন, ব্যানার, ফেস্টুন ও ঢোল পেটানোর মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “যুবদলের এ ঐক্য ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”







