মুহম্মদ আবুল বাশারঃ
ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত বিএনপির জনসভাকে সফল করতে জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীকে বিজয়ী করতে মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আহবান। তারেক রহমানের উপস্থিতিতে এই বড় সমাবেশে বিপুল জনসমাগম নিশ্চিত করতে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ২৪ জন প্রার্থীসহ শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছিলো।নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভায় তিনি বলেন রাজনীতি করি মানুষের জন্য। রাজনীতি মানে অন্য দলের গীবত করা নয়, করতে হলে গীবত নয়,পরিকল্পনা করতে হবে।
আগামী দিনে দেশকে কিভাবে খাদ্য উৎপাদনে এগিয়ে নিতে হবে, গ্রাম থেকে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন করতে হবে। শিক্ষাখাতে উস্নয়ন আনতে হবে, আইটি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পূর্বের স্বৈরাচারের সরকার যে ভাষায় কথা বলতো একটি দল সেই ভাষায় কথা বলছে। খালেদা জিয়া কখনো দূর্নীতিকে প্রশয় দেয়নি। ২০০১ সালে নির্বাচনে খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশকে এগিয়ে নিয়ে ছিলো। বেকার যুবক যুবতীর যখন চাকুরী থাকবে কর্মসংস্থান থাকবে তখনই মানুষের বেকারত্ব দুর হবে।
যারা আইটিতে কাজ করবে তারা যেন ঘরে বসেই ইনকাম করতে পারে সেই ব্যাবস্থা করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায়। জেলা থেকে গ্রাম, ইউনিয়ন পর্যন্ত চিকিৎসা সেবার সুযোগ ঘরে পৌঁছে দিতে হবে যাতে করে মা-বোনেরা সুচিকিৎসা পায় ঘরে বসে ।ময়মনসিংহ অঞ্চলে অনেক খাল, বিল ছিলো সেগুলো পূর্ণ খনন করে কৃষি সেবায় বিপ্লব আনতে হবে । আগামী ১২ তারিখ ২৪ জন প্রার্থীকে ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয়ী করুন তবেই তো বিএনপি কাজ করার সুযোগ পাবে, দেশের উন্নয়ন হবে।
এই যে আমি কথাগুলো বললাম আপনাদের যদি এই কাজগুলো করেন তাহলে কি মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে কাজগুলো কি করবে । আমাদের পাশে থাকুন আমরা আপনাদের সবগুলো কাজ সহজ করে দিতে পারবো। বিএনপি কে ভোট দিন, ধানের শীর্ষকে বিজয়ী করুন আপনাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম।এসময় ময়মনসিংহ ৪আসনের বিএনপির মনোনিত ধানের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,ঈশ্বরগঞ্জ আসনের ধাানের শীষের মনোনিত প্রার্থী ইঞ্জিিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু,নান্দাইল আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী সহ ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনজ্জামান রোকন সহ কেন্দ্রীয় ও জেলা,বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

