বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক ম্রো উপজাতি জুমচাষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে দুইজন জুমচাষী নিজেদের জুমবাগান দেখতে যাওয়ার পথে হঠাৎ মাইন বিস্ফোরণে পড়েন। এতে ঘটনাস্থলেই মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন।
অন্যদিকে, আহত বাংলাদেশি নাগরিকের নাম ম্যাংসার মোরং (৩০)। তিনি আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়ার বাসিন্দা ও শাংওয়ান ম্রোর ছেলে। বিস্ফোরণে আহত হওয়ার পর তিনি নিজ গ্রামে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন বলে জানা গেছে।
নিহত মিয়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলেই রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। একজন মিয়ানমার নাগরিক নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
তিনি আরও জানান, ঘটনার প্রভাব যেন বাংলাদেশের সীমান্ত এলাকায় না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।