লালমনিরহাট প্রতিনিধি:
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে লালমনিরহাট মিশন মোড়ে শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল
ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শিক্ষকদের ওপর পুলিশের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তারা হামলাকারীদের শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সরকার নির্ধারিত মাত্র ৫০০ টাকার বাড়ি ভাড়াবর্তমান বাজার মূল্যে একেবারেই বাস্তবসম্মত নয়। তারা দ্রুত
প্রতিশ্রুত বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুদান চন্দ্র এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।