সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
দেশের সরকারি কলেজ শ্রেণিবিন্যাসে নতুন প্রজ্ঞাপন: মৌলভীবাজার-শ্রীমঙ্গলসহ চার ক্যাটাগরিতে ৭০৮ কলেজ।
দেশের সরকারি কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে চারটি ক্যাটাগরিতে শ্রেণিবিন্যাস করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে জানানো হয়,বর্তমানে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি।
চার স্তরের শ্রেণিবিন্যাস:
সরকারি কলেজগুলোকে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ এই চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। শিক্ষার্থী সংখ্যা, অনার্স কোর্সের সংখ্যা ও একাডেমিক সক্ষমতা-এই তিন সূচকে ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়েছে।
‘এ’ ক্যাটাগরি: দেশের শীর্ষ ৮১ কলেজ:
এ ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থীসংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে সংখ্যা ১০টিরও বেশি। দেশের শীর্ষ ৮১টি কলেজ এই তালিকায় রয়েছে।
মৌলভীবাজার জেলা থেকে “মৌলভীবাজার সরকারি কলেজ” এবং সিলেট বিভাগীয় শহর শ্রীমঙ্গল অঞ্চলকে প্রতিনিধিত্বকারী “শ্রীমঙ্গল সরকারি কলেজ” (বি ক্যাটাগরি) বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে বৃহত্তর মৌলভীবাজার অঞ্চলের উচ্চশিক্ষায় নতুন মর্যাদা যোগ হলো।
‘বি’ ক্যাটাগরি: ৭৪ কলেজ
এই ক্যাটাগরিতে রয়েছে মধ্যম পরিসরের কলেজগুলো-যেখানে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৪ হাজার থেকে ৮ হাজার এবং অনার্স বিষয় পাঁচটির বেশি।
মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ায় এলাকার শিক্ষার্থীদের জন্য এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া সিলেট অঞ্চলের বিয়ানীবাজার সরকারি কলেজ,সিলেট সরকারি কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে এখানে।
‘সি’ ক্যাটাগরি: সবচেয়ে বেশি ৪৪৬ কলেজ
এই ক্যাটাগরিতে রয়েছে তুলনামূলক ছোট কলেজগুলো,যেখানে অনার্স বিষয়ে সংখ্যা ১ থেকে সর্বোচ্চ ৪টি এবং শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ সাড়ে ৪ হাজার।
‘ডি’ ক্যাটাগরি: শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ১০৭টি
ডি ক্যাটাগরিতে এমন কলেজগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে,যেখানে শুধুমাত্র এইচএসসি পর্যায়ের শিক্ষা রয়েছে। পরিধি কম হলেও এসব কলেজকে নতুন প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হবে।
প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলা বিশেষভাবে আলোচনায় এসেছে দুই কারণে:-
১) মৌলভীবাজার সরকারি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে
এটি শুধু জেলা নয়,সিলেট বিভাগের অন্যতম সেরা প্রতিষ্ঠানের মর্যাদা নিশ্চিত করল। ‘এ’ ক্যাটাগরির কলেজগুলোর জন্য মানোন্নয়ন,অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষক-কর্মকর্তা নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
২) শ্রীমঙ্গল সরকারি কলেজ ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত
চা-শ্রমিক অধ্যুষিত ও পর্যটননির্ভর শ্রীমঙ্গলের জন্য এটি বড় অর্জন। অনার্স কোর্স বিস্তৃতি,শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং একাডেমিক সুবিধা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।
মন্ত্রণালয়ের মতে,নতুন এই শ্রেণিবিন্যাস কলেজগুলোর-মানোন্নয়ন,প্রশাসনিক পর্যবেক্ষণ,
একাডেমিক মূল্যায়ন,শিক্ষার্থী ব্যবস্থাপনা। সব ক্ষেত্রেই দ্রুত পরিবর্তন আনবে।

