এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ১-০ গোলে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। শেষ বাঁশি বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। ততক্ষণ পর্যন্ত শক্তিশালী ইয়েমেনকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হজম করতে হলো দুঃস্বপ্নের গোল।
ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা ইয়েমেনের সঙ্গে তাল মিলিয়েই খেলেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরেছিল লাল-সবুজের তরুণরা, তবে ইয়েমেন জয় পেয়েছিল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে। তাই ম্যাচের আগে সহজ প্রতিপক্ষ ছিল না ইয়েমেন।
তবু ম্যাচের প্রায় পুরোটা সময়ই লড়াই করেছে শেখ মোরছালিনরা। তবে ৮৭ মিনিটে ঘটে বিপত্তি। বক্সের বাইরে ফাউল করে বসেন মজিবর রহমান। সরাসরি লাল কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে বাংলাদেশ। সংখ্যাগত ঘাটতির সুযোগ নিয়েই যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে বসে ইয়েমেন। বদলি খেলোয়াড় মোহাম্মদ এসাম আল আওয়ামির শট গোলরক্ষক মেহেদী হাসানকে পরাস্ত করলে হারের শোক বইতে হয় বাংলাদেশকে।
এই হারে কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন। ‘সি’ গ্রুপে তিন ম্যাচে কোনো পয়েন্টই নেই তাদের। শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালেও সর্বোচ্চ ৩ পয়েন্ট পাবে লাল-সবুজরা। তবে রানার্সআপ হিসেবে শীর্ষ চার দল হওয়ার সম্ভাবনা তখন আর প্রায় থাকবে না, বিশেষ করে আজকের দিনে যদি সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচ ড্র হয়।