নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সরকারিভাবে এর কোনো কারণ জানানো হয়নি।
নতুন সূচি অনুযায়ী, জাতিসংঘে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের পক্ষ থেকে এবার বক্তব্য রাখবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জাতিসংঘের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে সাধারণ বিতর্কে ভারতের প্রতিনিধিত্ব করবেন জয়শঙ্কর। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অধিবেশন চলবে। এর আগে প্রকাশিত তালিকায় ২৬ সেপ্টেম্বর বক্তব্য দেওয়ার জন্য মোদির নাম ছিল। ওই দিনই বক্তব্য দেবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে এরপর রাশিয়ার জ্বালানি আমদানি নিয়ে দ্বন্দ্বে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে।