নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী সাম্প্রতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এসব অনুষ্ঠানে অংশ নিতে কিছু অভিনয়শিল্পী অতিথি বা পুরস্কারপ্রাপ্ত হিসেবে ৩০ হাজার, ৫০ হাজার, এমনকি এক লাখ টাকা পর্যন্ত প্রদান করেন।
ওমর সানী অভিযোগ করেন, “আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণে এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি, চিটার-বাটপারও বেশি।”
এ ছাড়াও, তিনি প্রশ্ন তুলেছেন, “কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন?” তার মতে, প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানই ‘অ্যাওয়ার্ড-বাণিজ্য’ হিসেবে চলছে।