বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সাত মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। অভিযানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাতটি করাতকলের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে:
কবির আহমদ: ৩,০০০ টাকা
সুগত বড়ুয়া: ৫,০০০ টাকা
রহিম উদ্দিন: ২,০০০ টাকা
আব্দুল গফুর: ২,০০০ টাকা
আব্দুল হামিদ: ৫,০০০ টাকা
এছাড়া অভিযানে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানিয়েছেন, উপজেলার অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
