বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির এই নেতার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
বৈঠক শেষে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, দলের ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।”
দেলোয়ার হোসেন আরও বলেন, “অর্থ উপদেষ্টার সঙ্গে ফোনেও কথা বলেছেন মির্জা ফখরুল। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন। এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।”
তিন দফা দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীতে কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করার পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার বিষয়। এছাড়া তারা সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি তুলেছেন।
আন্দোলনের ধারাবাহিকতায় গত শনিবার শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
শিক্ষকদের আন্দোলনের প্রভাবে আজ বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা চিঠিতে বলা হয়েছে, “সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো। এ আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে।”

