জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন্ন নির্বাচনে কিছু প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে জনগণকে সহজে ধোঁকা দেওয়া যাবে না। তিনি বলেন, জনগণ খুব বেশি শিক্ষিত না হলেও তারা কখনোই অবিবেচক নয়।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, কয়েকজন প্রার্থী ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট দেওয়ার বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি কিংবা না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছেন। তার ভাষ্য, একসময় যারা দেশের স্বাধীনতাকেই মেনে নেয়নি, তারাই এখন জনগণের সমর্থন চেয়ে মাঠে নেমেছে। এজন্য তাদের বক্তব্যে বাড়তি তেজ দেখা যাচ্ছে। তিনি বলেন, “তারা আওয়ামী লীগের মতো আচরণ করতে না পারায় মাথাচাড়া দিয়ে উঠেছে। সত্য বলতে কী, আপনাদের ঔষধ আওয়ামী লীগ।”
জামায়াতকে ‘ধর্মকে বিকৃতকারী ও অসভ্য রাজনৈতিক শক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্মের নামে জনগণকে বিপথে নেওয়ার চেষ্টা বাংলাদেশে সফল হবে না।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন মির্জা আব্বাস।

