ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান ফরহাদ ও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাকির গাজী এর উদ্যোগে এবং ৯নং ওয়ার্ড যুবদলের আয়োজন বান্দাঘাট এলাকায় এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আরিফুর রহমান (তুষার), জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ ফোরখান হোসেন কাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ বেলায়েত হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং অত্র এলাকার এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরত কামনা ও দেশের গনতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্দি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ মিজানুর রহমান।

