রাজধানীর মেট্রোরেল চলাচল আজ সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব রুটেই ট্রেন নিয়মিত চলছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকায় সামান্য কম্পন টের পাওয়ায় নিরাপত্তার স্বার্থে বুধবার রাতে ওই অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল থেকেই সব স্টেশনে স্বাভাবিকভাবে যাত্রী ওঠানামা চলছে।
এর আগে, গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ধীরে ধীরে পুনরায় চালু করা হয়।
বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার সকাল ১১টার দিকে পুরো পথে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়। যদিও ফার্মগেট দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় এখনও ট্রেন ধীরগতিতে চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিতে ওই স্থানে গতি সীমিত রাখা হয়েছে।







