পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছিল—তদন্ত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে বিমান বিধ্বস্ত সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের সময় পাইলটের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে এখন থেকে বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ কার্যক্রম ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। ঘটনায় পাইলটসহ দুইজন আহত হন এবং ভবনের আংশিক ক্ষতি হয়।

