রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৬ ডিসেম্বর) তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা বিশ্বাস করেন, বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন।
তিনি আরও জানান, ডা. জুবাইদা রহমান, তার পুত্রবধূ, সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে তদারকি ও সমন্বয় করছেন। এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসা প্রক্রিয়ার প্রতি নজর রাখছেন এবং চিকিৎসকদের নির্দেশনা অগ্রাধিকার দিচ্ছেন।
বিদেশে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। বর্তমানে ১২–১৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা করে বিদেশ নেওয়া সম্ভব নয়। স্বাস্থ্যের উন্নতি হলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে।”
ডা. জাহিদ হোসেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

