মাঠের লড়াইকে ছাপিয়ে এবার আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। তবে গোল, অ্যাসিস্ট কিংবা কোনো ব্যক্তিগত কীর্তির জন্য নয়—আফ্রিকা কাপ অব নেশনসের এক ম্যাচে গ্যালারিতে তার ব্যতিক্রমী উপস্থিতি ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বে মরক্কো ও মালির মধ্যকার ম্যাচে রাবাতের স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে। দর্শকদের চোখ কপালে ওঠে তখনই, যখন তারা লক্ষ্য করেন—ফরাসি জাতীয় দলের অধিনায়ক এমবাপ্পে গায়ে জড়িয়েছেন মরক্কোর লাল-সবুজ জার্সি।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এমবাপ্পের পরা জার্সিটি ছিল মরক্কোর ডানপ্রান্তের ডিফেন্ডার ও তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির ২ নম্বর জার্সি। ফরাসি প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, হাকিমির বিশেষ আমন্ত্রণেই এমবাপ্পে এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন।
প্যারিস সাঁ জার্মেইনে একসঙ্গে খেলার সময় থেকেই এমবাপ্পে ও হাকিমির বন্ধুত্ব ফুটবল অঙ্গনে বেশ পরিচিত। ক্লাব বদলালেও সেই বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। বরং ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এমবাপ্পের এমন উপস্থিতিকে অনেকেই দেখছেন বন্ধুত্বের নিখাদ বহিঃপ্রকাশ হিসেবে।
৬৩ হাজার দর্শকের গ্যালারিতে এমবাপ্পেকে মরক্কোর জার্সিতে বসে খেলা উপভোগ করতে দেখে মুহূর্তেই দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ এমবাপ্পের এই উপস্থিতিকে ‘ফুটবলের সীমাহীন বন্ধন’-এর উদাহরণ হিসেবে দেখছেন।
তবে গ্যালারির এই উন্মাদনার বিপরীতে মাঠের ফলাফল মরক্কোর জন্য খুব একটা সুখকর ছিল না। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাহিম দিয়াজের পেনাল্টি গোলে এগিয়ে যায় মরক্কো। লিড নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়।
৬৪ মিনিটে মালির পক্ষে লাসিন সিনায়োকো পেনাল্টি থেকে গোল করলে ম্যাচে সমতা ফেরে। গোল হজমের পর মরক্কো আক্রমণের গতি বাড়ায়। শেষ ভাগে একের পর এক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত জয়সূচক গোল আদায় করতে ব্যর্থ হয় উত্তর আফ্রিকার দলটি।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে মরক্কো ও মালি। এই ড্রয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষস্থান ধরে রেখেছে মরক্কো। অন্যদিকে, মালিও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আদায় করে গ্রুপের প্রতিযোগিতায় টিকে রইল।
মাঠের ফলাফল যাই হোক, মরক্কোর জার্সিতে গ্যালারিতে এমবাপ্পের উপস্থিতি নিঃসন্দেহে এই ম্যাচকে আফ্রিকা কাপ অব নেশনসের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত করেছে।

