শরণখোলা,বাগেরহাট,প্রতিনিধি:
“শিক্ষকরা ভালো থাকুক, দেশকে ভালো রাখুক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষক মতবিনিময় সভা। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে জলবায়ু অভিযোজন পরিকল্পনা সমিতি (ক্যাপস্)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ আলী আকবর টুটুল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দাস, ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মোঃ নাসিরুল্লাহ, শিক্ষক নজরুল ইসলাম আকন, যুবদল নেতা মোঃ মামুন হাওলাদার ও মোঃ সাগর হাওলাদার প্রমূধ স্থানীয় শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন স্তরের সমাজকর্মীগণ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উন্নয়ন সংস্থা ক্যাপস্-এর নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান।
সভায় বক্তারা বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। তাঁদের মানসিক, সামাজিক ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন এবং সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান বক্তারা।







