ভারতের উত্তর প্রদেশের মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সকালে ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা অত্যন্ত কমে যায়। এ অবস্থায় একের পর এক যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত সাতটি বাস ও তিনটি ছোট গাড়িসহ মোট একাধিক যানবাহনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বেড়ে যায় বলে জানিয়েছে প্রশাসন।
মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। তিনি বলেন, কয়েকটি ছোট বাস, একটি টেম্পো ট্রাভেলার এবং অন্যান্য ছোট যানবাহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে দীর্ঘ সময় কাজ করতে হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
একই সঙ্গে তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, এর আগের দিনও ঘন কুয়াশার কারণে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতে প্রায় ২০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন এবং ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন।

