ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে মুরাদ নামে এক চিহ্নিত টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ের গোয়েন্দ পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১ আসন বিশিষ্ট ১৬ টি টিকেট,একটি মোবাইল ফোন ও টিকেট বিক্রির ১৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মুরাদ পৌর শহরের তারাগন এলাকার মৃত নুরু মিয়ার ছেলে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে পুলিশ এ তথ্য জানান। তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মোরাদ একজন চিহ্নিত টিকিট কালোবাজারী। সে দীর্ঘ দিন ধরে নানা কৌশলে রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন আন্ত:নগর ট্রেনের টিকিট কালোবাজারীর মাধ্যমে বিক্রি করে আসছে। নানা কৌশলে অতিরিক্ত দামে টিকিট বিক্রির বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
রেলওয়ে পুলিশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার আখাউড়া নেতৃত্বে সিলেট জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাতে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপেক্ষমান যাত্রীদের কাছে কালোবাজারীর মাধ্যমে অধিক মূল্যে টিকিট বিক্রিকালে ৫১ আসন বিশিষ্ট ১৬ টি টিকিট,একটি মোবাইল ফোন ও টিকেট বিক্রির ১৮০০ টাকাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন,রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে আন্ত:নগর ট্রেনের ৫১ আসন বিশিষ্ট ১৬ টি টিকিটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি মোবাইল ফোন ও টিকেট বিক্রির ১৮০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে পূর্বে টিকেট কালোবাজারী মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।