লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে মাদক মামলায় মোঃ মতিউর মতি (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ হায়দার আলী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মতিউর মতি জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের মৃত আফিয়ার রহমানের ছেলে। আদালত তাকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
একই মামলায় অন্য ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মোঃ আমিরুল ইসলাম জানান, ২০১৪ সালে পুলিশ গাঁজাসহ আসামি মতিউর মতিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। দীর্ঘ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত ধারা ৩(খ) ও ৭(ক) অনুযায়ী এ রায় প্রদান করেন।