জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। ডাক্তারি পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু সনাক্ত হওয়ার পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিসিবির মেডিকেল বিভাগ বৃহস্পতিবার এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। মাহমুদউল্লাহ সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন, যার কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। চোট কাটিয়ে নিয়মিত রিহ্যাব সেশন করছিলেন তিনি।
বর্তমানে হাসপাতালেই থাকলেও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-৩ দিনের মধ্যে বাড়ি ফিরতে সক্ষম হবেন সাবেক এই ক্রিকেটার।







