মারুফ সরকার, প্রতিবেদক:
চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে “জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার অপচেষ্টা” বলে আখ্যায়িত করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, “এই গ্রেফতার যথাযথ প্রক্রিয়ায় হয়নি এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
সোমবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, “আমরা প্রথমেই জানতে চাই, ৫ আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া আওয়ামী ফ্যাসিস্টদের ৬২৬ সদস্য কোথায়? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বিদেশে পাঠানো হলো ভিআইপি প্রটোকলে, আর এখন চুনোপুঁটি এক নায়িকাকে বিমানবন্দরে আটক করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “যেকোনো নাগরিককে হত্যার মতো গুরুতর অভিযোগে গ্রেফতারের আগে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকা জরুরি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক মিথ্যা মামলা দায়ের হয়েছে, যার পেছনে রয়েছে ব্যক্তিগত আক্রোশ বা জমি দখলের মতো উদ্দেশ্য।”
ববি হাজ্জাজ আরও বলেন, “নুসরাত ফারিয়ার আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারকে আমরা সম্মান করি। তবে একইসঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই—এক শ্রেণির সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে চলেছে, মিথ্যা অপবাদ দিয়েছে খালেদা জিয়ার অফিস ঘেরাও নিয়ে, এমনকি বিটিভি ভবনে গিয়েও ‘মায়াকান্না’ করেছে।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশে আমরা চাই, সাংস্কৃতিক কর্মীসহ সব পেশাজীবী রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করুন। সরকার যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা জনমনে বিভ্রান্তি ও আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।”