মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহ (৪৮) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১৫ মে) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
আবুল কাশেম শাহ উপজেলার শাহ পাড়ার মৃত নজরুল ইসলাম শাহের ছেলে।
রাজনৈতিক মামলায় গ্রেফতার
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শামিম শাহ আলম তমু নামের এক ব্যক্তির করা মামলায় (মামলা নং: জি.আর ২৩১/২৪) গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এর আদালতে হাজির করা হলে, বিচারক সি/ডব্লিউ মূলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একাধিক মামলার আসামি ছিলেন
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল কাশেম শাহ সদর থানার দুটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন। তিনি কিছু মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলায় নাম থাকায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
প্রতিক্রিয়া
আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কাশেম শাহ দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।