‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষিতে পাকিস্তানের যেকোনো অঞ্চলে আঘাত হানার ক্ষমতা ভারতের রয়েছে বলে কঠোর বার্তা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা।
সোমবার (১৯ মে) ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গোটা পাকিস্তানই আমাদের রেঞ্জের মধ্যে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে যদি তারা খাইবার পাখতুনখোয়ার পাহাড়ে গিয়ে লুকায়, তবুও রেহাই পাবে না। তাদের পালানোর জন্য গর্ত খুঁজতে হবে।”
জেনারেল ডি’কুনহা জানান, ‘অপারেশন সিন্দুর’ চলাকালে ভারতীয় বাহিনীর সব হামলাই ছিল নিশানাভেদী। পাকিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু। তিনি দাবি করেন, “শুধুমাত্র হালকা অস্ত্র ব্যবহার করেও আমরা কার্যকর আঘাত হেনেছি।”
তিনি আরও বলেন, “ভারতের কাছে এমন অস্ত্রভাণ্ডার আছে, যা দিয়ে পাকিস্তানের ভেতরে গভীর এলাকাতেও অভিযান চালানো সম্ভব। প্রশস্ত মরুভূমি হোক বা পাহাড়ি পথ—সব রকম পরিস্থিতির জন্য ভারতীয় বাহিনী প্রস্তুত।”
জেনারেল ডি’কুনহা জোর দিয়ে বলেন, “সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনে ভারত একচুলও ছাড় দেবে না।”
তার এই বক্তব্যে উপমহাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে।