স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে কর্তব্যরত কালের কন্ঠ ও ‘ঢাকা মেইল’ প্রতিনিধি অহিদুজ্জামান চঞ্চল ও এনটিভি অনলাইন প্রতিনিধি মশিউর রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ফজলে রাব্বীর অশোভন আচরণের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে নাজিরপুর প্রেসক্লাব।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই কর্মসূচি পালন করা হয়।
অশোভন আচরণ করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় কর্মরত আছেন।
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সিপার-এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভার আয়োজন করে নাজিরপুর প্রেসক্লাব।
এ সময় বক্তব্য দেন উপজেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তখন উপস্থিত ছিলেন – নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায়, নাজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এস এম জাহিদ হক, কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, নয়া দিগন্ত প্রতিনিধি আল আমিন হাজরা, channel S টিভি প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক , মানবজমিন প্রতিনিধি হাসান তালুকদার, নাজিরপুর প্রেসক্লাবের সদস্য মো. সাঈদ ফরাজী প্রমুখ
এ সময় বক্তারা বলেন, গরু বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিক ইউএনও’র বক্তব্য নিতে গেলে সে যে অশোভন আচরণ করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, এ ধরনের আচরণ ইউএনও’র কাছ থেকে আমরা আশা করি না। অবিলম্বে এই ইউএনও’র বদলি চাই। এছাড়া সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক।