মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
যশোর শহরের শংকরপুরে বিস্ফোরণে আহত পাঁচ বছরের শিশু খাদিজা মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও গভীর আতঙ্ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজনের মেয়ে খাদিজা খেলার সময় মাঠে পড়ে থাকা একটি বস্তু টেনিস বল ভেবে কুড়িয়ে আনে। খেলতে গিয়েই সেটি বিস্ফোরিত হয়। আহত হয় খাদিজা ছাড়াও ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা। তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, খাদিজার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এদিকে বিস্ফোরণটি কোথায় ও কীভাবে ঘটেছে—তা ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রথমে বলা হয় মাঠ থেকে ককটেলটি কুড়িয়ে আনা হয়, তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটে।
উক্ত সূত্রের ভাষ্য মতে, খাদিজার বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয়বার বিয়ে করেন শাহাদাত নামে এক যুবককে, যিনি রিকশাচালক এবং স্থানীয়ভাবে সন্ত্রাসী মুসার সহযোগী হিসেবে পরিচিত। দাবি করা হচ্ছে, শাহাদাত ঘরের ভেতরে ককটেল রেখেছিলেন এবং খেলার সময় সেগুলোতেই বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, “গুরুতর আহত শিশুটি ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। আমরা ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছি। সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শিশুর মৃত্যুর বিচার ও সুষ্ঠু তদন্ত দাবি করছেন স্থানীয়রা।