জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুনিদের বিচার এবং মুজিববাদীদের বাংলার মাটি থেকে রাজনৈতিকভাবে উচ্ছেদ করা হবে। তিনি জানান, আজ রাতেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, “আমরা লক্ষ্য করছি, ফ্যাসিস্ট ও খুনী আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। অপরদিকে আসামীদের জামিন দেওয়া হচ্ছে এবং অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতিকে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়েছে। এসব ঘটনায় সরকারের প্রতি আমাদের আস্থা তলানিতে এসে ঠেকেছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”
সবাইকে রাজপথে আসার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম লেখেন, “জুলাইয়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সকল শক্তি, সকল শহীদ পরিবার এবং আহতদের আহ্বান জানাই রাজপথে নেমে আসার জন্য। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”