উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি এবং ধারালো অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) রাত থেকে রোববার (১১ মে) সকাল পর্যন্ত পুরুলিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সুলতান শেখের ছেলে মো. আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মো. চঞ্চল মোল্যা (৪৫)। অভিযানে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় শুটারগান, কয়েক রাউন্ড গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।
এ ধরনের অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে স্বস্তির প্রকাশ করেছে। প্রশাসন জানিয়েছে, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।