স্টাফ রিপোর্টার:
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ গণমুক্তি পার্টি। শনিবার (১১ মে) এক বিবৃতিতে দলের আহ্বায়ক এম এ আলীম সরকার এই সিদ্ধান্তকে উপমহাদেশ এবং গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে অভিহিত করেন।
বিবৃতিতে বলা হয়, “এই সংঘর্ষের ফলে নিরীহ মানুষ যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিল, তা অত্যন্ত বেদনাদায়ক। যুদ্ধবিরতির মাধ্যমে নতুন করে শান্তিপূর্ণ আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে, যা উপমহাদেশের নিরাপত্তা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার জন্য সহায়ক হতে পারে।”
দলটি আশা প্রকাশ করে, দুই প্রতিবেশী রাষ্ট্র ভবিষ্যতে কূটনৈতিক উপায়ে নিজেদের বিরোধ মিটিয়ে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে মানবিক মূল্যবোধ, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে।
বিবৃতির শেষাংশে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “এই ধরনের সংকটে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখা জরুরি। ভারত-পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হোক—যুদ্ধ নয়, জয় হোক শান্তির, জয় হোক মানবতার। যুদ্ধমুক্ত হোক পৃথিবী।”
প্রেরক:
অমূল্য কুমার বৈদ্য
(বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষে বার্তা প্রেরক)