শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আনিসুল ইসলাম রুবেলকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ মে) দুপুরে উপজেলার মাথাভাঙা ইউনিয়নের মহিষমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
রুবেল মহিষমারী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।
হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল হাসান জানান, জেলার তিতাস থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে আনিসুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর ওপর বর্তমান সরকারের নিষেধাজ্ঞার পর থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। দেশের বিভিন্ন এলাকায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে গতি আসায় একের পর এক নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন বলে জানা গেছে।
হোমনাতেও এ ঘটনার পর স্থানীয় আওয়ামী ঘরানার রাজনীতিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে বলে জানান এলাকাবাসী।