পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে, কাশ্মীর সীমান্তে একটি ভারতীয় সামরিক চৌকিতে আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে ভারতীয় সেনারা। এই দাবি পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে করা হয়, যা বুধবার সকালে আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে তুলে ধরে।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স-এ পোস্ট করে বলেন, “প্রথমে তারা তদন্ত থেকে পিছিয়ে যায়, এখন মাঠ থেকেও সরে পড়ছে।” তবে ভারতীয় সেনাদের ‘সাদা পতাকা’ উত্তোলনের দাবির সত্যতা আল জাজিরা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এদিকে, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার ভোরে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে ভারত দাবি করেছে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে তাদের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই ঘটনাগুলো দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উদ্বেগজনক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলছে।